ঢাবি ভর্তি পরীক্ষা, খ ইউনিট, ২০১৬-২০১৭ সালের প্রশ্নোত্তর (ব্যাখ্যা-বিশ্লেষণ)
সাধারণ জ্ঞান ১. আড়িয়াল বিল কোথায় অবস্থিত? a. কুড়িগ্রাম b. নড়াইল c. নাটোর ♥ মুন্সিগঞ্জ ব্যাখ্যা : আড়িয়াল বিল ঢাকার দেিণ পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত মুন্সিগঞ্জ জেলায়। চলনবিল অবস্থিত নাটোর ও পাবনা জেলায়। বিল কপালিয়া ও ভবদহ বিল অবস্থিত যশোর জেলায়। ২. পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি? a. চট্টগ্রাম…
