বই // হুমায়ুন আজাদ

follow-upnews
3 2

বইয়ের পাতায় প্রদীপ জ্বলে 
বইয়ের পাতা স্বপ্ন বলে। 

যে-বই জুড়ে সূর্য ওঠে 
পাতায় পাতায় গোলাপ ফোটে 
সে-বই তুমি পড়বে। 

যে-বই জ্বালে ভিন্ন আলো 
তোমাকে শেখায় বাসতে ভালো 
সে-বই তুমি পড়বে। 

যে-বই তোমায় দেখায় ভয় 
সেগুলো কোনো বই-ই নয় 
সে-বই তুমি পড়বে না। 

যে-বই তোমায় অন্ধ করে 
যে-বই তোমায় বন্ধ করে 
সে-বই তুমি ধরবে না।
 
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে 
বইয়ের পাতা স্বপ্ন বলে। 

Next Post

”মানুষ ভজলে সোনার মানুষ হবি”

মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।। এই মানুষে মানুষ গাথা গাছে যেমন আলকলতা। জেনে শুনে মুড়াও মাথা জাতে ত্বরবি।। দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে। মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি।। এই মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। লালন বলে মানুষ আকার ভজলে […]