আমার আমি: টুকরো গল্প
সত্যি কথা বলতে সেদিন আমি বুঝেছিলাম যে, অধিকারের সীমানা বোঝাটা কত জরুরী। শার্টটি ছিল মাত্রাতিরিক্ত বড়, সেজন্য এবং শার্টটা দেখলে সবার বিস্মিত মুখ চোখে পড়ত বলেও তা আর আমার পরা হয়নি। দু’ একবার মাত্র পরেছিলাম। অন্যের, বিশেষ করে স্বচ্ছল যারা, তাদের সবই সঠিক এবং অনুকরণীয় মনে হতে তখন। আমি ওরকম করতে চাইতাম, ওরকম পরতে চাইতাম,…