
নারী -ঋতা জিয়াসমিন
হ, তুমি নারী জগতে তুমি হইলা গিয়া সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবী। প্রেমিক,পুরুষ আর কবি কত না সোন্দর সব উপমায় তুমারে দিছে তুলনা নিরবধি। তুমি চাঁদ,তুমি ফুল,তুমি নাকি নরম নদী দ্যাখে নাই তারা কেউ ক্যামনে সে নদীর ঢেউ গিয়া কূলহীন কষ্টের সাগরে আজীবন ধইরা খালি সাঁতরায়া মরে। গুণীজন তুমারে দিছে কত না উপাধী তুমি হইছো সোয়ামীর স্বপ্নচারিনী।…