সে আমায় ভুলিয়ে রাখে নিঁখুত ছলনায় // দিব্যেন্দু দ্বীপ
প্রিয়তম, ওরা যখন তোমায় পায়, আমি থাকি দূর পাহাড়ের গায়। ওরা যখন তোমার কাছে আসে, ভালবাসে, অনিবার্য আবদারে হাসে; আমি তখন দুঃখ দেখি পাতায়, আমি দুঃখ দেখি হংসরাজের ছায়ায়, আমি তখন দুঃখ দেখি একলা দুর্বাঘাসে। প্রিয়তম, আকাশও তোমায় ছোঁয় আমার ঘাড়ে চেপে। আমি শুধু পাই না তোমায়। প্রিয়তম, সদ্য এঁকেছে কে যেন…
