মহাকাশে চলে যাও রোজ কাজ শেষে অবকাশে
পর্দার আড়ালে ওরা আছে বিভৎসে, জিঘাংসায়। বিষন্নতায় যে মরে সেও তো মানুষ, কিছু ওরা মানুষ নয়, ওদের রুগ্ন দেহে এখনো দানব বাসা বাধে। ওরা দুঃখ সয়ে দুঃখ দেয় গোপনে, ওরা মরার আগে মারতে চায়। দরিদ্র বৈ সবাই তো মানুষ নয় যেনো। # জীবন-যাপনে কোথাও কি বড় ভুল হচ্ছে তাহলে? অর্ন্তযামী তোমার কী মনে হয়? *…
