শুধু জয় বাংলা বলে আগে বাড়ো

follow-upnews
0 0

 

 

 

 

বিজয় আনন্দ শুধু নয়,

এখনো মুক্তির যুদ্ধ বাকী আছে কিছু।

এখনো আকাশে স্বপ্নরা ভাসে,

সেগুলো বাস্তবায়ন হয়নি বলে।

এখনো হয়নি মানুষ সবাই,

এখনো হয়নি বিচার ওদের,

ওরা পিতার সামনে পুত্রকে হত্যা করেছিল

বর্বর উল্লাসে। ওরা ধর্ষক-খুনি

এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় চারপাশে।  

এখনো হয়নি দুঃখগাঁথা লেখা সব,

এখনো হয়নি ইতিহাসটা সমাপ্ত,

আসো বন্ধু, আবার আমরা মঞ্চ বানাই,

মুক্তির মিছিলে ডাক দিই, আসো সবাই,

মুক্তির সংগ্রাম শেষ হলে, ফুল-পাখিরা মুক্ত হলে

এরপর না হয় বাজবে শুধু বিজয়ের সাঁনাই।

এখনই নয় শুধু আনন্দ, ভাবনা আছে আরো,

আরবী নয়, আরব নয়, হিন্দু-উর্দু-ফারসি নয়,

আসো বন্ধু, শুধু জয় বাংলা বলে আগে বাড়ো।

Next Post

“এই দেশে নোট-গাইড, কোচিং বাণিজ্য চলবে না”

বাংলাদেশে কোনো কোচিং-বাণিজ্য চলবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে শব্দের কোনো অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি তৈরি না করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মাদ্রাসা টেক্সট বুক’-এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। […]