বরগুনার পুলিশ সুপার এক কথায় অসাধারণ
পেশাগত জীবনের বাইরেও যে আরও একটি জীবন থাকে, শত ব্যস্ততা আর নানা সীমাবদ্ধতার মাঝেও কত যে কী করার আছে, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন একজন বিজয় বসাক। চাকরিটা তাঁর পুলিশের। দিন-রাত ২৪ ঘণ্টাই টানটান ব্যস্ততা তাঁর। জেলার প্রায় দশ লাখ মানুষের নিরাপত্তায় নিয়োজিত শতশত পুলিশের খবরদারির গুরু দায়িত্ব তাঁর একার মাথায়। তারপরেও কেবল অফুরাণ…