ফুটবল খেলায় হিজাব সম্বলিত জার্সি
অনলাইন ডেস্ক-১ – ৯ মার্চ ২০১৬, বুধবার ক্রিকেট হোক বা ফুটবল, জার্সি তো চাই-ই। ক্রিকেট যেমন তেমন, কিন্তু ফুটবলে বাধে গোল। আফগানিস্তানের মতো বিভিন্ন মৌলবাদী রাষ্ট্র প্রমীলা ফুটবলকে নিরুৎসাহিত করে ‘পর্দা’র দোহাই দিয়ে। তাই এবার ডেনমার্কের স্পোর্টস ব্র্যান্ড হামেল ইন্টারন্যাশনাল আফগান জাতীয় মহিলা ফুটবল দলের জন্যে নতুন ধরনের জার্সি তৈরি করেছে। কব্জি পর্যন্ত ঢাকা জার্সির…