
ইংরেজি সাহিত্য: জ্যাক লন্ডন
জ্যাক লন্ডন একসময় ভবঘুরে ও গৃহহীন অবস্থায় দিনযাপন করেছেন। এক শহর থেকে অন্য শহরে কাজের সন্ধানে ঘুরে বেড়িয়েছেন। রেলগাড়ীতে চড়ার মত পয়শাও তার ছিল না। এ বিষয়গুলো তিনি তাঁর ‘দ্য রোড গ্রন্থে’ উল্লেখ করেছেন। রাজনৈতিক দর্শন হিসেবে একজন সমাজতান্ত্রিক ধ্যান-ধারনার সমর্থক ছিলেন তিনি। সমাজতান্ত্রিক আন্দোলনে সরকারের উৎপাটন, নিপীড়নকে ‘দি আয়রন হীল গ্রন্থে’ চিত্রিত করেন। সামুদ্রিক…