বাঘ সিংহ হেঁটে বেড়াচ্ছে জর্জিয়ার রাজধানী তিবলিস শহরে
বন্যার তোড়ে খাঁচা ভেঙে জর্জিয়ার রাজধানী তিবলিসের একটি চিড়িয়াখানা থেকে বাঘ সিংহ জলহস্তি কুমিরসহ আরো বেশ কিছু প্রাণী বের হয়ে গেছে। পুলিশ এবং সেনাবাহিনীর লোকেড়া শহর জুড়ে তাদের এখন খুঁজে বেড়াচ্ছে, ট্রাঙ্কুলাইজার দিয়ে অজ্ঞান করার চেষ্টা করছে, অথবা গুলি করে মেরে ফেলছে। প্রধানমন্ত্রী ইরাকিল গারিবাসভিল শহরাবসীকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিবলিসের ভেরি…