লাবণ্য হিজরা ধরেছিলেন ওয়াশিকুরের খুনিকে
বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে পুরস্কৃত করতে চেয়েছেন, কিন্তু লাবণ্য কি পেুরস্কারের চেয়েও বেশি কিছু করে ফেলেননি? তিনি কি দেশে যারা মূলধারার মানুষ বলে পরিচিত বলে গর্ব বোধ করে তাদের স্বার্থপরতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেননি। নিউইয়র্ক টাইমসের সংবাদ অনুযায়ী হত্যাকাণ্ডের তিনদিন পর লাবণ্য হিজরাকে খুঁজে পাওয়া যায় এবং তিনি সংশ্লিষ্ট রিপোর্টারের সাথে কথা বলতে…