রক্ষা পাচ্ছে না ঢাকার আশপাশও
গিয়েছিলাম বুড়িগঙ্গার ওপার। ইচ্ছা ছিল- কিছু দিয়ে গিয়ে একটু নির্মল বাতাসের সন্ধান করা। কিন্তু সে আশায় গুড়ে বালি। চার/পাঁচ কিলোমিটার গিয়েও সবুজের দেখা পাওয়া যায় না। গাছপালা যদিও কিছু আছে, চারিদিকে অপরিচ্ছন্নতা। সুভ্যাড্যা খাল দখলে আর দুষণে মৃতপ্রায়। নতুন নতুন বাড়িঘর, কিন্তু রাস্তা দিয়ে দুটি রিক্সা পার হওয়া সম্ভব নয়। যে যার ইচ্ছেমত বাড়িঘর বানিয়েছে,…
