নিচের যেকোন দুটো লক্ষণ দেখা গেলে বুঝতে হবে যে, তার সিজোফ্রেনিয়া থাকতে পারে
সিজফ্রেনিয়া এক ধরনের মানসিক রোগ, যা বেশীরভাগ সময় যৌবনের শুরুতে দেখা দেয়। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তির সব রকম মনোদৈহিক কার্যকলাপের অবনতি ঘটে— ব্যক্তির চিন্তা-ভাবনা, আবেগ, ও আচরণের লক্ষণীয় অবনতি ঘটে। ব্যক্তি স্বাভাবিক জীবন থেকে ধীরে ধীরে ছিঁটকে পড়তে শুরু করে। তবে এ রোগের চিকিৎসা রয়েছে। নিয়মিত ওষুধ সেবন করলে রোগমুক্তি হয়, তবে রোগটি বারে বারে ফিরে…