দিব্যেন্দু দ্বীপ লিখিত বিসিএস ইংরেজি সাহিত্যের বইটি পরিমার্জন করে আবার বেরিয়েছে
৩৫তম বি.সি.এস. থেকে পি.এস.সি. যে নতুন মান বণ্টন প্রণয়ন করেছে সেখানে ইংরেজি সাহিত্যের উপর ১৫ নম্বর রাখা হয়েছে। বিষয়টি পরিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জিং হবে। সাহিত্যের উপর পড়াশুনা এমনিতেই আমাদের কম থাকে সেখানে ইংরেজি সাহিত্যের উপর পড়াশুনা একেবারে নেই বললেই চলে। যারা ইংরেজি নিয়ে অনার্স/মাস্টার্স করছে তারা কিছুটা সুবিধা পাবে, তাও বেশিরভাগের ক্ষেত্রে খুব একটা সুবিধা হবে…