
জাকিয়া সুলতানা মুক্তা // বিষয় ঃ অভিজিৎ রায় হত্যাকাণ্ড
আমার ঢাবি ক্যাম্পাসটাতেই কেন বারবার এমন নৃশংসতাগুলো সংঘটিত হচ্ছে! মানুষ হত্যা করে, কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব; আমার এটা কোনভাবেই বোধগম্য নয়! ধিক্কার জানাই এরকম নৃশংস হত্যাকান্ডের, ধিক্কার ঘৃণিত হত্যাকারীদের! ভিন্নমতের কারো কন্ঠস্বর স্তব্ধ করে দেওয়া মানে ভিন্নমতের কন্ঠরোধ করা নয়; বরং সেই ভিন্নমতের প্রতিষ্ঠায় সহযোগিতা করা! ভিন্নমতকে যুক্তিতর্কের মাধ্যমে হারাতে হয়, কুপিয়ে হত্যা করে…