
রাজস্ব কর্মকর্তারা বললেন মিষ্টির দোকান থেকে ভ্যাট আদায়ে কড়াকড়ি রয়েছে, সোনার দোকানে কড়াকড়ি নেই কেনো?
খুলনা খালিশপুরের একটি জনপ্রিয় মিষ্টির দোকান পবিত্র ডেয়ারি। গত চল্লিশ বছর ধরে তিল তিল করে দোকানটি গড়ে তুলেছেন এ দোকানের কারিগর পবিত্র কুমার ঘোষ। সরোজমিনে জানা গিয়েছে— তিনি সুস্বাদু, পরিচ্ছন্ন এবং ভেজালমুক্ত মিষ্টি বানান। মাল ভালো করতে গিয়ে লাভের অংক তার কম। ভালো করেন বলে ছোট দোকান হলেও ক্রেতা আছে। কিন্তু বর্তমানে তিনি ভ্যাট আতঙ্কে…