সন্ধান দিন: অটিস্টিক শিশু ঈশপকে নিয়ে তার মা নিরুদ্দেশ, অপহরণের আশঙ্কা
ঈশপ এবং ঈশপের মা সুবর্ণাকে গত ২৩ সেপ্টেম্বর থেকে পাওয়া যাচ্ছে না। বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে ঐদিন বিকালে গেলেও তারা এখন পর্যন্ত বাসায় ফেরে নাই। বান্ধবীর বাসাতেও নাই। ঈশপ শিবু একজন অটিস্টিক শিশু।