
চোর এবং চাঁদাবাজের উৎপাতে খুলনা ৭নং খাদ্য অধিদপ্তরের অফিস সুষ্ঠুভাবে চালাতে হিমসিম খাচ্ছেন খাদ্য কর্মকর্তা
মোংলায় আমদানিকৃত খাদ্য খুলনায় এসে ঢোকে খুলনায় অবস্থিত খাদ্য গুদামে। এখান থেকে বিভিন্ন জেলায় এবং উপজেলায় যায়। খুলনার ভৈরব/রূপসা নদীতে অবস্থিত দু’টি ঘাট— ৪নং ঘাট এবং ৭নং ঘাটে অবস্থিত খাদ্য বিভাগের দু’টি অফিস কাজটি দেখভাল করে। সহকারী খাদ্য নিয়ন্ত্রক অফিস প্রধান৷ বর্তমানে ৭ নম্বর ঘাটে সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কর্মরত রয়েছেন মোহাম্মদ সোহেল আক্তার। ৪…