সিদ্ধান্ত গ্রহণে দার্শনিক চিন্তাধারার একটি গল্প // মাহবুব মজুমদার
পাহাড় এবং শান্ত নদীর মাঝে একটি গ্রামে পিঙ্কি নামে এক তরুণী বাস করতো । তার কোমল স্বভাব এবং চিন্তাশীল স্বভাবের জন্য সে সবার প্রিয় ও পরিচিত ছিল। পিঙ্কি প্রায়ই সিদ্ধান্ত নেওয়ার ভারে অবশ হয়ে যেত। পিঙ্কি একদিন নদীর ধারে সে কেন সিদ্ধান্ত গ্রহণ নিয়ে দ্বিধাগ্রস্ত থাকে তা নিয়ে ভাবছিলো। ইদানিং সে তার পড়াশোনায় তেমন কোনো…