
কচুয়া সদরের পাবলিক টয়লেটটি তালা দিয়ে ব্যবহার করছে কতিপয় লোকে
কচুয়া প্রতিনিধি সরকারি অর্থায়নে নির্মিত হলেও পাবলিক টয়লেট ব্যবহার করতে পারছে না পাবলিক। বাগেরহাট জেলার কচুয়া উপজেলা সদরে অবস্থিত এ গণ শৌচাগারটি তালা দিয়ে কতিপয় লোকে ব্যবহার করছে বলে সাধারণ মানুষ অভিযোগ করেছে। পাশাপাশি অবহেলায় ধুলো ময়লা পড়ে আছে যাত্রী ছাউনিটিও। এলাকার মানুষের দাবি- একজন লোক সার্বক্ষণিক রেখে গণ শৌচাগারটি ব্যবস্থাপনা করলে সাধারণ মানুষ এবং…