তিন তালাক অমানবিক // শাবানা আজমী
“তিন তালাক প্রথা অমানবিক এবং তা মুসলিম মহিলাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে।” লুধিয়ানায় এক অনুষ্ঠানে এই ভাষাতেই তিন তালাক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানান অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমী। তিনি বলেন, সরকারের উচিৎ মুসলিম মহিলাদের অধিকার সুরক্ষিত করা এই প্রথার বিলোপ ঘটাতে কোনো দ্বিমত থাকা বাঞ্ছনীয় নয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ শাবানা জানান, এই অমানবিক…