
চালু হল নাস্তিকদের সমাধিস্থান
শুধুমাত্র নাস্তিকদের জন্য একটি কবরস্থান চালু হল সুইডেনে। সে দেশে ক্রমেই বাড়ছে ধর্মে অবিশ্বাসীদের সংখ্যা। সেই জনগোষ্ঠীর কথা মাথায় রেখেই চালু হল এই কবরস্থান। তবে ধর্মবিশ্বাসীরাও এখানে সমাধিস্থ হতে পারবেন। কিন্তু সমাধির ওপর যে প্রস্তরখণ্ড থাকবে, সেখানে কোনও ধর্মীয় চিহ্ন থা কা চলবে না। ২০১৫ সালের গাল্লুপ ইন্টারন্যাশনাল অ্যন্ড ডব্লিউআই নেটওয়ার্ক অফ মার্কেট রিসার্চ অনুযায়ী…