চায়না নারী সঙ্গীকে হাঁটিয়েছেন কুকুরের মত
অবমাননাকর এ দৃশ্যে দেখা যায় একজন মহিলা সম্ভবত তার সঙ্গীর গলায় রশি দিয়ে হাঁটাচ্ছেন। এ দম্পতিকে চীনের ফুজো রাজ্যের একটি রাস্তায় এভাবে হাঁটতে দেখা যায়। লোকটি হামাগুড়ি দিচ্ছিল এবং তার গলায় কুকুরের মত রশি বাঁধা ছিল। মাঝে মাঝে মহিলা লোকটির মাথার উপর হালকা আঘাতও করছিল। পুলিশ ডাকতে হয়েছিল কারণ ঐ যুগলের কারণে রাস্তায় জ্যাম…