ইউ ছাড়ল ব্রিটেন: কোন্ অঞ্চল কোন্ পক্ষে ভোট দিল
ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে যারা প্রচারণা চালাচ্ছিলেন, তারা ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ এলাকায় জয় পেয়েছেন। শেফিল্ড সহ উত্তরের বড় বড় শহরে, ওয়েলসের উপত্যকা এলাকায়, বার্মিংহাম সহ মধ্য ইংল্যান্ডের প্রধান শহরগুলোতে এবং দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ডে জয়ী হয়েছে ‘ব্রেক্সিট’। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে বেশিরভাগ শহরে শতকরা ৭০ ভাগ মানুষ ইইউ ছাড়ার পক্ষে ভোট দিয়েছে। ইইউ-তে থাকার পক্ষে প্রচারণা…