
জুমার নামাজ চলাকালীন মসজিদের ছাড় ধসে নিহত ৭, আহত ২৫
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জারিয়া শহরে জুমার নামাজ চলাকালে মসজিদের ছাদ ধসে ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। খবর আল জাজিরার। প্রশাসন জানিয়েছে, শুক্রবার (১১ আগস্ট) জুমার নামাজ আদায়ের জন্য কেন্দ্রীয় মসজিদে জড়ো হন কয়েকশ’ মানুষ। এ সময় হঠাৎ ছাদের মূল অংশ ধসে পড়ে। মসজিদের ছাদ ধসে পড়ার ভিডিও : https://iranpress.com/content/228335/least-worship এতে…