প্রতীতি সহযোগিতা সংঘ ঈদুল ফিতর উপলক্ষ্যে পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করেছে
ঢাকাস্থ বনশ্রীর প্রতীতি সহযোগিতা সংঘ ঈদুল ফিতর উপলক্ষ্যে পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করেছে। মূলত আইডিয়াল এবং অন্যান্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন কিশোর-কিশোরী একত্রিত হয়ে ৩০ জুন ২০১৬ তারিখে পোশাক বিতরণ করে। এর আগে তারা নববর্ষ উপলক্ষ্যে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছিল। আয়োজক মূলত একদল কিশোর-কিশোরী। বিক্রম, নিলয়, ধ্রুব, অর্পা, বিজয়, অর্পণ, সামিন ছাড়াও রয়েছেন আরো অনেকে।…