
গণহত্যায় আহত হয়ে বেঁচে থাকা পরিবারটিকে এখনো কেনো আতঙ্কে দিন কাটাতে হচ্ছে?
১৯৭১ সালে খুলনা জেলার চালনা উপজেলার হড্ডা গ্রামে ভয়ংকর একটি গণহত্যার ঘটনা ঘটেছিলো। ঐ গণহত্যায় আহত হয়ে বেঁচে ছিলেন বাগেরহাট জেলার মোংলা উপজেলার কাপালিরমেট গ্রামের ভূষণচন্দ্র রায়। তিনি এবং তার কোলের সন্তান বিধান রায় গুলিবিদ্ধ হয়েও বেঁচে গিয়েছিলেন সেদিন। পরিবারটির অভিযোগ— এখনো তাদের ওপর অত্যাচার-নির্যাতনের পায়তারা চলছে। ইতোমধ্যে বিধান রায়ের ভাড়া দেওয়া দু’টো দোকান দখল…