
আঠার মতো লেগে থেকে সামাজিক আন্দোলনটা চালিয়ে যেতে হবে
একজন সোনা চোরাকারবারীর ছেলে অভিযুক্ত না হলে কি মানুষের এমন দৃষ্টিভঙ্গি হত? এটা তো একটা রটে যাওয়া ঘটনামাত্র। বাংলাদেশে টাকা হয়েছে যাদের তাদের বেশিরভাগই তো এই ধরনের। এদেশে নিম্নোক্ত শ্রেণি মূলত সম্পদশালী— ১। ’৭১-এর লুটপাটের টাকায় (নগদ টাকা, জমি, গয়নাগাটি ইত্যাদি); ২। চুরি ডাকাতির টাকায় (সোনা চোরাকারবারী, খাদ্যে ভেজাল ইত্যাদি বিবিধ ব্যবসা); ৩। এনজিওর টাকা;…