
রিক্সাচালক ফজর আলী শহীদদের স্মরণে আয়োজন করেছেন স্মরণসভা
১৯৭১ সালের ২৪ এপ্রিল মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ফজর আলীর পরিবারে চারজন শহীদ হন। বর্তমানে পেশায় রিক্সাচালক ফজর আলীর পরিবারে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন মান্দার শেখ, মানিক শেখ, সোনাউল্লাহ শেখ এবং রাবেয়া বেগম (বড়ু বিবি)। এদিন খানসেনাদের গুলিতে কাড়াপাড়া ইউনিয়নের আরও অনেক নিরীহ মানুষ শহীদ হন। শহীদদের স্মরণে গত একান্ন বছরে কিছুই…