
র্যাব আটক করেছে শিশু আকিফাকে হত্যাকারী গঞ্জেরাজ পরিবহনের রাজা জয়নাল আবেদীনকে
কুষ্টিয়ার বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে গিয়ে শিশু আকিফা নিহত হওয়ার ঘটনায় ওই বাসের মালিক মো: জয়নাল আবেদীন (৬৩) কে গ্রেফতার করেছে র্যাব। আজ রোববার ভোররাতে তাকে শহরের ঝিলটুলী মহল্লা থেকে আটক করা হয় বলে র্যাব জানায়। আটক জয়নাল আবেদিন ঢাকা জেলার দোহার থানার চর নটাখোলা গ্রামের মৃত আদেলউদ্দিন মাতুব্বরের ছেলে। সে শহরের ঝিলটুলী…