ধরা খেয়েছেন জোতদার রাগীব আলী
জোর-জুলুম লুট-পাটের মাধ্যমে শীর্ষ ধনী হওয়া যায়, দানবীর হওয়া যায় সে নজির এদেশে কম নেই, রাগীব আলী তাদের মধ্যে অন্যতম। দেবোত্তর সম্পত্তি দখল, নিজের জন্মগ্রামের নাম বদলে নিজের নামে করে ফেলাসহ নানা কারণে সমালোচিত হয়েছেন রাগীব আলী। সর্বশেষ দখল করা দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগান ফিরিয়ে দিতে আদালতের রায় ঘোষণার ফলে ফের আলোচনায় উঠে আসেন…