শাহরিয়ার অভির কবিতা
মেঘমালা বিবর্ণ রঙ মেখে মেঘের পিছু পিছু্ একটা নীল চিল; বেদনা আর আনন্দকে পিছু ফেলে পাক খায় নিরবধি। তবুও জল, বৃষ্টির অপেক্ষায় আবারও বাষ্প হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলে আর একটি সাদা বক মাছেদের পরিচয় ভুলে চেয়ে থাকে আকাশ পাণে। হে বৃষ্টি তবে এসো ভিজিয়ে নাও আমাকে মেঘের দলে কাক ভোরে রোদ যখন তোমার চোখে। অবয়বহীন নিষ্ঠুর…
