সুরম্য সে যখন হেঁটে যায় // লর্ড বায়রন
তারাকোজ্জ্বল স্বচ্ছ রাতের মতো সুরম্য সে হেঁটে যায়; আলো-আধারের সৌকর্য খেলে যায় তার দু’চোখজুড়ে আর দেহভঙ্গিমায়: স্বর্গ আছড়ে পড়ে কোমল আলোয় প্রসন্ন সে রূপে সমুজ্জ্বল দিনকে অস্বীকার করে। যে ছায়া পড়েছে তার চুলে, যে আলোকচ্ছটা তার মুখশ্রীতে, একটু কম বা বেশি হলে বাধাপ্রাপ্ত হবে অবর্ণনীয় সে সৌন্দর্য; যেখানে সুকুমার হৃদয়ের ভাবনাগুলো অবলিলায় প্রস্ফুটিত। …