নম নম নম বাংলাদেশ মম । কাজী নজরুল ইসলাম
নম নম নম বাংলাদেশ মম , চির মনোরম চির মধুর , বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধির বাজে নূপুর নম নম নম বাংলাদেশ মম , চির মনোরম চির মধুর । শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী , আশীষ মেঘ বারি সদা তার পড়ে ঝরি , যেন উমার চেয়ে , আদরিনী মেয়ে , ওরে আকাশ ছেয়ে মেঘ…