ব্যক্তি স্বাধীনতার কথা বলতে গিয়ে বিপাকে সনু নিগম
সোমবার সকালে এক টুইট বার্তায় তিনি লেখেন, প্রতিদিন ভোরে আজানের শুনে ঘুম ভেঙে যায় তার। বিষয়টিকে তিনি ধর্মীয় জবরদস্তি হিসেবে আখ্যায়িত করেছেন। এরপর আরকেটি টুইটে তিনি লিখেছেন, “মোহাম্মদের সময় যেহেতু বিদ্যুৎ ছিল না, এখন মাইক্রোফোনে আজান সুর অনেক কর্কশ।” তবে সুন নিগম শুধু আজানের বিরুদ্ধেই টুইট করেননি, তিনি মন্দির এবং গুরুদুয়ারাতেও লাউড স্পিকারের শব্দ দুষণের…