পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা করেছে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা (ভয়ঙ্কর ভিডিও সংযুক্ত রয়েছে)

follow-upnews
0 0

https://youtu.be/wAz87xKtm1g

বিবিসি বাংলার খবরের সূত্র মতে, দুই ছাত্রের বিরুদ্ধে ফেইসবুকে ধর্ম অবমাননাকর লেখা পোস্ট করার অভিযোগ উঠেছিল। এ কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উগ্র ছাত্রদের বর্বরতার শিকার হয় তারা। এতে একজন নিহত এবং অপরজন আহত হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশকিছু সংখ্যক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিহত ছাত্রের নাম মাশাল খান। সে সাংবাদিকতায় পড়ত।  কয়েকটি খবরে বলা হয়েছে তাকে গুলি করে মারা হয়েছে। আবার কয়েকটি খবরে তাকে পিটিয়ে হত্যার কথা বলা হয়েছে।

ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানান, “মাশাল খানকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে এবং কাছ থেকে গুলি করা হয়েছে… তাকে হাত দিয়ে পেটানো ছাড়াও লাঠি ও ইট দিয়ে মারা হয়েছে।”

পুলিশ কর্মকর্তা বলছেন, এ ঘটনায় শত শত জন জড়িত ছিল। ঘটনাটির গ্রাফিক ভিডিও ফুটেজ অনলাইনে দেখা গেছে।

মাত্র দুই দিন আগে হত্যাকাণ্ডের শিকার হওয়া মাশাল খান স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেছিল বিশ্ববিদ্যালয়টির নানান সমস্যার কথা।

Next Post

সূর্যাস্তের অপরূপ দৃশ্য