ওরা শুধু পথ, তুমিই একমাত্র গন্তব্য
প্রিয়তম, সারাদিন হন্যে হয়ে প্রেম খুঁজে দিনে শেষে আবার তোমার কাছে ফিরেছি। বুঝেছি ওরা শুধু পথ, তুমিই একমাত্র লক্ষ্য। প্রিয়তম, পথের সকল গল্প যে শুনবে ভালবেসে, হেসে; সেই তো মুক্তিদাতা, সেই তো শুধু প্রেমিক। দিব্যেন্দু দ্বীপ Share on FacebookPost on X