সত্য শুধু অটুট থাকে ভালবাসায়
১ প্রিয়তম, তুমি ছাড়া এত আপন কে আছে বলো, যাকে বলব আমার অন্যায় যত? তুমি কি জানো না, দেখনি কি কোনো বৃন্দাবন? কৃষ্ণের কথা শোনোনি কভু, যে আমাদের প্রভু? বলতে মানা কে ছিল ঈসা-মুসা-হযরত। কত কিছু মেশে তাতে, অবশেষে লোকে দেখে পোক্ত সে ইমারত। প্রিয়তম, প্রেম ঠকায় ধর্ম ঠকায়, সত্য শুধু অটুট থাকে ভালবাসায়। …