ভ্রমণ অবসরে পড়তে পারেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ
রূপভোগের যে বর্ণনা লেখক দিয়েছেন তাতে অভিনবত্ব আছে, ঋষিসুলভও মনে হয় মাঝে মাঝে, ‘মনুষ্যত্বেরও’ খানিক অভাব আছে আসলে। মনুষ্যত্ব বলতে অাবার পাঠক আপনারা কে কী ভাববেন জানি না, মনুষ্যত্ব মানে আমার কাছে মানুষের তত্ত্ব। দিব্যেন্দু দ্বীপ বইটি পড়ছি আর ভাবছি, এ বইটিকে এত বিখ্যাত বলার হেতু কী? ভ্রমণ কাহিনী বলে বেশি মনোযোগের সাথে পড়ার প্রয়োজন…