ফিদেল কাস্ত্রো চলে গেলেন, কী রেখে গেলেন?
ফিদেল কাস্ত্রো মারা যাওয়ার পর সামাজিক গণমাধ্যম দেখেলে মনে হচ্ছে- সমাজতান্ত্রিক বিপ্লবটা হচ্ছে না শুধু কেউ ডাক দিচ্ছে না বলে। অনেকেই, যারা বিপ্লবের, সাম্যবাদী রাজনীতির ধারেকাছেও নেই তারাও ফিদেলকে নিয়ে সুন্দর কিছু বলার চেষ্টা করছে। এর মানে হচ্ছে, ফিদেল কাস্ত্রো বিপ্লবের সফল রূপটা দেখিয়ে যেতে পেরেছেন। সাধারণ জনগণ মূলত সফলতাটুকু বোঝে, পিছনের বিষয়গুলি বোঝে না…