অর্ক ‘র রোগ মুক্তির জন্য এগিয়ে আসুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের ২য় বর্ষের ছাত্র অর্ক আজ মৃত্যু শয্যায়, জানা নেই বাচবে কি’না। ডাঃ বলেছেন, সেন্টু রঞ্জন দাস অর্ক কে ক্যান্সারে হাত থেকে বাঁচাতে (চিকিৎসার জন্য) খরচ হবে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং পিতৃহীন অর্কের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। টাকা জোগাড় হয়নি বলে অপারেশন হচ্ছে…