জঙ্গলের নেশা বাঘের জন্মগত // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

প্রিয়তম,

যতি চিহ্নের মতো ওরা আসে যায়,

কেউ হাসতে হাসতে বিদায়

কেউ-বা কাঁদে দুঃখ-ক্ষোভে-লোভে।

 

নিরুপায় তুমিই শুধু অবিরাম,

হয়ত তোমারও আছে বিবিধ বিরাম!

মাঝে মাঝে ক্লান্ত আমি

বিন্দু বিন্দু কিছু পাই প্রিয়জনে, গোপনে।

 

তুমিও কি নও কোনোদিন

এভাবে সীমানা পেরিয়ে সান্নিধ্যে?

 

ফিরে আসি আমরা আবার,

নোঙর ফেলি পরস্পরে, পোতাশ্রয়ে।

 

স্বেচ্ছায় বন্দী বাঘের ভাঙা খাঁচা তুমি,

খাঁচা বাঘ বাঁচায়, নাকি

বাঘ খাঁচা বাঁচায় সভ্যতার প্রয়োজনে?

 

জঙ্গলের নেশা বাঘের জন্মগত,

তবু খাঁচাটি হয়েছে তার শেষ আশ্রয়।

 

প্রিয়তম,

সবকিছু ছুঁয়ে ছুঁয়ে,

কখনো আবছায়া হয়ে

লুকিয়ে পেয়েছি কিছু জীবনের মানে।

 

যোগ বিয়োগে যোগ্যতর আমি

বুঝে গেছি, হাতে থাক যা আছে—

হিসেব মেলাব বেলা শেষে।

যা কিছু পাই এখন তুমি আমি নিই হেসে।

Next Post

সম্পর্ক ছাড়িয়ে যাক সব সীমানা

ভালোবাসা তো সার্বজনীন। এই সার্বজনীনতার বাইরে নারী পুরুষের প্রেমে যে রূপটি ধরা পড়ে সেটি তাহলে কী তবে? আজকে যেটি ভ্যালেনটাইন সেটি আসলে কতটুকু ভালোবাসা? অনেকেই তো দেখি যারা একে অপরের প্রতি খুব প্রেমিক, কিন্তু তাদের ছিঁটেফোঁটাও প্রেমিক হতে দেখি না গাছ পাখি ফুল বাদুড় পিঁপড়া শিশু শ্রমিক পাগল বা কোনো […]