নিজেকে হারাই: কানামো কাহিনী (প্রথম ও দ্বিতীয় পর্ব)
সুদূরের পিয়াসী পাহাড়ে ওঠা আমার কাছে নিজেকে ছাড়িয়ে যাবার মত। নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করা। নিজের কাছে হেরে যাওয়া আবার নিজের কাছেই জয়ী হওয়া। পাহাড়ে গেলে আমি নিজেকে খুঁজে পাই। টের পাই নিজের ভিতরের একাগ্রতা এবং মানসিক শক্তি। পাহাড়ে গেলে মনে হয় আমি নিজেকে ছাড়িয়ে আরও বহুদূর অতিক্রম করতে পারি। তাইতো বার বার মন ছুটে যায়…