সতীত্ব না হারালে কেউ সৎ হয় না যে …

follow-upnews
0 0

প্রিয়তম,
ওরা আড়ম্বরে ডেকেছে তোমায়,
তুমি কি যেতে চাও?
যাও, একবার ঘুরে আসো।
আমিও যাই,
দেখে নিই অবকাশে আকাশটাকে।

প্রিয়তম,
কেন তুমি হিংস্র জানো?
আমি জেনেছি
সতীত্ব না হারালে কেউ সৎ হয় না যে।

প্রিয়তম, বুঝতে পারি
তবু ভালবাসি।

নাকি ভালবাসি বলে বুঝি না।

প্রিয়তম,
দিন বদলায়, সময় বদলায়,
মানুষ বদলায়, ভালোবাসা বদলায়।
তবু কিছু থেকে যায়,
আমাকে নিয়ে যায় অজানায়।

Next Post

জাস্টিন ট্রুডো শরণার্থীদের কানাডায় স্বাগতম জানিয়েছেন

যুদ্ধ ও নির্যাতনের হাত থেকে পালিয়ে আসা শরণার্থীদের নিজ দেশে স্বাগত জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী চার মাসের জন্য যুক্তরাষ্ট্র শরণার্থী না নেওয়ার ঘোষণার একদিন পর শনিবার জাস্টিন ট্রুডো এ কথা জানান। টুইটারে ট্রুডো লিখেছেন, “ধর্ম বিশ্বাস যাই হোক না কেন নির্যাতন, সন্ত্রাস ও যুদ্ধপীড়িত লোকদের স্বাগত জানায় কানাডার […]