আকাশ আমার ভরলো আলোয়
আকাশ আমার ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে সুরের আবীর হানবো হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে।। আকাশ আমায় ভরলো আলোয় ওরে পলাশ, ওরে পলাশ রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস ।। আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি…