এ. কে. আজাদের তিনটি কবিতা
১ পোড়ামাটির গন্ধ বার-বার ফিরে আসে কবি চা-এর স্টলে সবুজ চা ঢালে চিনামাটির পেয়ালায়। অবিরাম হেমন্তের পাতা ঝরে যায়- কেউ যেন খুবলে নিচ্ছে অর্জুনের ছাল, করুণায় ভরে যাবে যুবতীর হৃদয়- অতঃপর ঝড় আর জলোচ্ছ্বাসে কর্মময় দিনের শেষে নেমে আসে কাঙ্খিত অপরূপ আঁধার। কবি এবং পৃথিবী এভাবে পারফিউমের সুবাসে মুছে দেয় কামিনী গন্ধ বাতাস, আর…