জার্মানরা যেমন

follow-upnews
0 0

জার্মানদের অনেক গুণ – সময়ানুবর্তিতা, কাজের প্রতি নিষ্ঠা, বাড়ি-ঘর গুছিয়ে রাখার প্রবণতা৷ কিন্তু এতকিছুর পরও জার্মানদের হাবভাব দেখে অনেক বিদেশিই প্রথম প্রথম একটু যেন থমকে যান৷ জার্মানদের কী কী জিনিসে আশ্চর্য হয় তাঁদের?

1
সময়ের প্রতি একনিষ্ঠতা

কথায় বলে ‘টাইম ইজ মানি’৷ হ্যাঁ, কথাটা বাঙালিদের মনে না ধরলেও, সময়ের কাজ সময়ে করা, সময়কে যথাযথ মূল্য দেয়াটা জার্মানদের কাছে সাফল্যের চাবিকাঠি৷ আর তাই বাস, ট্রেন, ট্রাম – সব ঘড়ির কাঁটা ধরে সময়মতো আসবে-যাবে – এমনটাই প্রত্যাশা করেন জার্মানরা৷ বিষয়টা কিন্তু বার্লিনবাসী মার্কিন নাগরিক কেভিন ব্রাউনকে বেশ অবাকই করেছে৷ তাঁর প্রশ্ন, ‘‘সব সময় সব কিছু সময়মতো চলবে, এমনটা আশা করা একটু বেশি নয় কি?

1

সারা জীবনের সঙ্গী

বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো – অত্যন্ত স্বাভাবিক জার্মানিতে৷ এ দেশে বিবাহিতদের পাশাপাশি অবিবাহিত, কিন্তু একসঙ্গে বসবাসকারী জুটিদেরও আইনি স্বীকৃতি রয়েছে৷ জার্মানিতে অবিবাহিত দম্পতিরা অনায়াসেই নিজেদের জীবনসঙ্গী হিসেবে পরিচয় দিতে পারেন৷ তাই বহু বছর একসঙ্গে বসবাসের পরও এমন অনেক জুটিই এখানে বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করেন না৷ তাছাড়া সেই সম্পর্ক থেকে সন্তান হলে, তার দায়িত্ব নিতে হয় বাবা-মা দু’জনকেই৷

1

সবসময় পরিপাটি সংসার

সামিয়া সিমারলিং আদতে টিউনিশিয়ার মেয়ে৷ তবে গত প্রায় ২৬ বছর ধরে সে জার্মানিতেই থাকে৷ জার্মানদের সব কিছুই সিমারলিং-এর খুব পছন্দ, শুধু একটা জিনিস ছাড়া৷ তাঁর কথায়, ‘‘জার্মানরা অতি পরিপাটি৷ এমনকি রান্না করতে করতেও তাঁরা রান্নার জায়গা, রান্নাঘর পরিষ্কার করে৷ খাওয়া পর্যন্ত অপেক্ষা করলে হয় না? এটা কিছুতেই আমার মাথায় ঢোকে না৷’’

1

সবাই কেমন চুপচাপ…

ভারত-বাংলাদেশে ট্রেনে চেপে কোথাও বেড়াতে গেছেন, আর পথসঙ্গী বা অন্য প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলেননি, এমনটা কি কখনও হয়েছে? না৷ অথচ জার্মানিতে ট্রেন, বাস অথবা মেট্রোয় যাতায়াতের সময় সচারাচর অপরাচিত কারুর সঙ্গে আপনার আলাপ জমানোর তেমন সুযোগ নেই৷ সবাই যে যার মতো৷ কেউ বই পড়ছে, আবার কেউ কানে ‘হেডফোন’ লাগিয়ে গান শুনছে৷ হ্যাঁ, দশ বছর হামবুর্গ শহরে থাকার পরো এ বিষয়টা অবাক করে আইভরি কোস্টের ইব্রাহিমা সানোগোর৷

1মদ্যপানের পর নাচ

জার্মান পার্টিগুলোতে গেলে একটা জিনিস দেখে আজও অবাক হন ইকুয়েডর থেকে আসা জুডি ফ্যার্নান্ডেস-মেলসিগ৷ ‘‘জার্মানরা ভরপেট মদ না গিললে, কিছুতেই যেন পার্টির মজা নিতে পারেন না৷ এর আগে পর্যন্ত দাঁড়িয়ে-বসে শুধু বকবক, মোটা মোটা বিষয় নিয়ে আলোচনা৷ তবে ভরপেট মদ্যপানের পর আস্তে আস্তে নাচের আমেজ আসে তাঁদের মধ্যে৷ ছুটে যায় ডান্সফ্লোরে’’৷

1

ময়লা ফেলার নিয়মকানুন

‘‘আমি আমার বাড়ির আবর্জনা ঠিকমতো ফেলছি কিনা – তাতে আমার প্রতিবেশীর কী?’’ – এ প্রশ্ন ইংল্যান্ডের মাইলস ওয়েট-এর৷ আসলে জার্মানিতে আবর্জনা ফেলার আছে নানারকম নিয়মকানুন৷ প্লাস্টিকের জন্য আলাদা জায়গা, জৈব পদার্থ, কাগজ বা কাচের জিনিসের জন্যও আলাদা আলাদা ময়লা ফেলার জায়গা করা আছে জার্মানিতে৷ পরবর্তীতে যে গ্লাস, কাগজ ও প্লাস্টিককে আবারো ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে৷

1সারাদিন ধরে ‘ব্রোট’

আদতে দক্ষিণ কোরিয়ার মেয়ে সোয়ুন ইয়ুং৷ তবে গত আট বছর ধরে জার্মানিতে বাস করছেন আর পেশা হিসেবে বেছে নিয়েছেন কার্টুন আঁকাকে৷ জার্মানদের একটা জিনিস ও কিছুতেই বুঝতে পারে না৷ ইয়ুং-এর কথায়, ‘‘জার্মান ব্রোট বা ব্রোটশ্যেন – মানে রুটি আর কি – বেশ ভালো৷ প্রথম প্রথম একটু শক্ত শক্ত লাগলেও, খেতে ভালোই৷ কিন্তু তাই বলে সারা দিন? এখানে তো দেখি একেক জন দিনে কম করে অন্তত দু’বার রুটি খান৷ ভালো লাগে?’’

সূত্র: DW

Next Post

দাগনভূঞায় মার্কেন্টাইল ব্যাংকের এক্সপ্রেস সেবা চালু

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর বাজারে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এক্সপ্রেস সেবা ও এটিএম বুথ থেকে চালু করা হয়েছে। ১১ জুলাই ব্যাংকের পরিচালক আকরাম হোসেন হুমায়ুন নতুন এই সেবা উদ্বোধন করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির ও ভাইস […]