
ব্রাসেলস বোমা হামলার নেপথ্যে ‘দুই ভাই’
ব্রাসেলসে মঙ্গলবারের হামলার সাথে জড়িত হিসেবে খালিদ এবং ইব্রাহিম আল-বাকরাউয়ি নামের দুই ভাইয়ের নাম প্রকাশ করেছে বেলজিয়ান গণমাধ্যম। সংবাদমাধ্যম আরটিবিএফ বলছে, এই দুজন সম্পর্কে পুলিশ আগে থেকেই জানত। ধারণা করা হচ্ছে, জাভেনতেম বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে যে তিনজন সন্দেহভাজনকে দেখা গেছে, তাদের মধ্যে এই দুই ভাইয়ের অন্তত একজন ছিলেন। আরটিবিএফ বলছে, খালিদ আল-বাকরাউয়ি মিথ্যা পরিচয়ে ব্রাসেলসের…