এক বছরে এগারোশো অনার কিলিং!

follow-upnews
0 0

পাকিস্তানে পরিবারের সম্মানহানীর কারণে হত্যাকে ইসলাম বিরোধী বলে ঘোষণা দেয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংস্থা কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি এই ঘোষণা দিয়েছে।

‘অনার কিলিং’ নামে পরিচিত এধরনের হত্যাকাণ্ড পাকিস্তানে বেশ উদ্বেগজনক হারে প্রচলিত রয়েছে।

গত সপ্তাহেই পরিবারের অমতে বিয়ে করার কারণে এক তরুণীকে পুড়িয়ে মারা হয়।

পরিবারের সম্মানহানী হয়েছে এমন সব কারণে সেদেশে গত বছর এগারোশো নারী নিজের পরিবারের সদস্যদের হাতেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এমনটাই জানাচ্ছে পাকিস্তানের মানবাধিকার কমিশন।

Next Post

বলাই দাসের কবিতা

পাদপ পাদপ ছায়ে পাদবিক বসে, তরুশিরে গাহে পাখি শাখায় শাখায় মধুর আলিঙ্গঁনে মিতালী করিছে শাখী। কত ফুলে-ফলে সরস ধরণীতে মাথা উঁচু করে বাঁচে তরু, বিটপি অভাবে কত দুঃখেতে সদা কাঁদিছে উসর মরু।   ভ্রমর-ভ্রমরী করে কানাকানি, দেখে ঐ গহীন বনে হরিণ-হরিণী করে মাতামাতি প্রাণ বধুঁয়ার সনে। সবুজ চাঁদোয়ায় ধরণী ছাইল […]