নবতর আশা -মোঃ আবু সাঈদ
মাগো আমার পুড়েছে ঐ জায়গাটা যে জায়গাটা সবার সচরাচর পুড়ে দগদগে হয় না। আমার ঠিক ঐ, ঐখানটাতে পুড়ে এমন দগদগে হয়েছে সত্যি বলছি মা তুমি সইতে পারবে না। নীলিমা যেন সেই ক্ষতটাকে সারানোর জন্য কেবল চেষ্টার পর চেষ্টা করে চলেছে অবিরত। মাগো মা তুমি চোখের জল মুছে ফেল। ও চোখে তুমি নিয়ে এসো শিবের অগ্নি…