রক্ষা পাচ্ছে না ঢাকার আশপাশও

follow-upnews
0 0

১

২৩৪৫Sadarghat Dhaka
গিয়েছিলাম বুড়িগঙ্গার ওপার। ইচ্ছা ছিল- কিছু দিয়ে গিয়ে একটু নির্মল বাতাসের সন্ধান করা। কিন্তু সে আশায় গুড়ে বালি। চার/পাঁচ কিলোমিটার গিয়েও সবুজের দেখা পাওয়া যায় না। গাছপালা যদিও কিছু আছে, চারিদিকে অপরিচ্ছন্নতা। সুভ্যাড্যা খাল দখলে আর দুষণে মৃতপ্রায়। নতুন নতুন বাড়িঘর, কিন্তু রাস্তা দিয়ে দুটি রিক্সা পার হওয়া সম্ভব নয়। যে যার ইচ্ছেমত বাড়িঘর বানিয়েছে, নষ্ট করেছে। অবশেষে কিছুদূর গিয়ে পেলাম সুভ্যাড্যা উচ্চ বিদ্যালয়। সেখানে গিয়ে একটু হাপ ছাড়লাম। শিশুদের সাথে কিছুক্ষণ ক্রিকেট খেললাম। পাশের খাল থেকে দুর্গন্ধ আসছে, বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব নয়। স্থানীয়রা অভ্যস্ত হয়েছে, অথবা নিজেদের দায়ী করে দিন কাটাচ্ছে বাধ্য হয়ে।

Next Post

“ঈশ্বর বনাম ঈশ্বর” যুদ্ধ

যুদ্ধটা আস্তিক বনাম নাস্তিক নয়, তার কোনো প্রয়োজনও নেই। যুদ্ধটা হওয়া দরকার ‘ঈশ্বর বনাম ঈশ্বর’; একদিকে রয়েছে প্রবল পরাক্রমশালী হিংস্র-স্বার্থপর-লোভী এক সাম্প্রদায়ীক ঈশ্বর, এবং অন্যদিকে নতজানু বিব্রত আধ্যাত্মিক এবং সাম্যবাদী ঈশ্বর। নাস্তিকতা বা আস্তিকতার মতো অপ্রয়োজনীয় দুটি শব্দ এত শক্তিশালী হয়ে উঠেছে উপরিউক্ত অসমাপ্ত যুদ্ধের কারণেই, যে যুদ্ধটা আসলে শুরুই […]