
‘ভূত ও ভগবান’ ঃ বইটিতে ভাবনার খোরাক রয়েছে
একুশে বইমেলা-২০১৫ তে গ্রন্থকুটির প্রকাশনী থেকে বেরিয়েছিল বইটি। বইটিতে ছোট ছোট কবিতা রয়েছে, যেগেুলোকে অনুকবিতা বলা যেতে পারে। তবে ‘তোমার আছে দেহ, আমার আছে মোহ’ টাইপের অনুকবিতা নয় এগুলো। বইটি পড়তে পড়তে পাঠক গভীর দ্বন্দ্বে পড়ে যায়, কখনো পুলকিত, কখনো কিছুটা ক্ষিপ্তও হয় পাঠক। একজন পাঠক জানতে চেয়েছিলেন— লেখক বইটির নাম কেন ‘ভূত এবং ভগবান’…